ইমাম হাছাইন পিন্টু, স্টাফ রিপোর্টার ॥ নাটোরের গুরুদাসপুরে প্রধানমন্ত্রীর উপহার সামাজিক কল্যাণে নিয়োজিত মানবিক সহায়তা হিসেবে ৭৫ টি প্রতিষ্ঠানে ১ মেঃ টঃ করে (এতিম শিশুদের খাদ্য) চাউল বিতরন করা হয়েছে।
১৩/০৭/২০২৩ বৃহস্পতিবার উপজেলা মিলনায়তনে গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায়ের সভাপতিত্বে উপজেলার ৭৫ টি মাদ্রাসা এতিমখানা মন্দির এর প্রতিনিধিদের হাতে ত্রাণের চাউল তুলে দেওয়া হয়।
গুরুদাসপুর উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে চাউল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ আব্দুল কুদ্দুস এমপি, বিশেষ অতিথি ছিলেন গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন গুরুদাসপুর পৌর মেয়র মোঃ শাহনেওয়াজ আলী মোল্লা গুরুদাসপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলাল শেখ মহিলা ভাইস চেয়ারম্যান মোঃ রুকসানা আক্তার লিপি প্রমূখ।