এনামুল হক ছোটন : আগামী ২১ মে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন। এর আগে গতকাল ২ মে ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়। ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে নির্বাচন করবেন বর্তমান গৌরীপুর উপজেলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা। এর আগে তিনি জাতীয় সংসদ সদস্য নির্বাচনে ময়মনসিংহ-০৩ ( গৌরীপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাত্র কয়েকশত ভোটের ব্যবধানে ফেল করেছিলেন। প্রতীক বরাদ্দের পরপরই বিশাল আনন্দ মিছিল নিয়ে প্রচারণায় নামে উনার সমর্থকরা।
এ বিষয়ে সোমনাথ সাহা বলেন, জনগণ গত জাতীয় সংসদ নির্বাচনে আমাকে ভালোবাসা সর্মথনে যে বিশাল ভোট দিয়েছেন তার প্রতিদান দিতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। এই ভালোবাসার সমর্থনই এবং গৌরীপুর জনগণই আমাকে প্রার্থী করেছেন, আমি নির্বাচিত হতে পারলে উপজেলার সর্বস্তরের জণগণকে সাথে নিয়ে স্মার্ট গৌরিপুর বিনির্মানে কাজ করবো। বিগত সময়ের ন্যায় প্রত্যেক মানুষের সুখে- দুঃখে পাশে থাকবো। আমি আশাবাদী জনগণ আমার আনারস প্রতীকে বিপুল ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে গৌরীপুরবাসী সেবা করার সুযোগ দিবেন।
অন্যদিকে তার বিপরীতে গৌরিপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন আরও দুজন চেয়ারম্যান প্রার্থী। দোয়াত কলম প্রতীক নিয়ে মোফাজ্জল হোসাইন এবং ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন খাইরুল বাসার।