দিলরুবা ইয়াসমিন ও আব্দুর রহিম, মেহেরপুর॥ মেহেরপুর জেলার বাড়াদি ইউনিয়নের বর্শিবাড়িয়াতে মঙ্গলবার সকাল দশটার দিকে ঠিক কি ঘটে গেলো অলৌকিক এক ঘটনা, স্বাক্ষী মেহেরপুরের বাড়াদি গ্রামের শত শত জনতা।
কি ঘটেছিল এদিন ? এমন বিরল ঘটনা প্রসঙ্গে বাংলাদেশ সকালের প্রতিনিধি আব্দুর রহিম ঠিক কি বলছেন সেই তথ্য জানতেই শরীর কাঁটা দিয়ে উঠল। প্রতিনিধি আব্দুর রহিম বলেন, জিনের কারসাজিতে বরশিবাড়ীয়া গ্রামের মোঃ ফজল আলীর ছেলে আঃ রাাজ্জক (২৫) হঠাৎ করে কয়়েক মিনিটেরে ভিতরেই খেজুর গাছের মগডালে উঠলেন, আবার খুব দ্রুত চোখের পলোকে গাছের নিচে নামলেন। শরীরের কোনরকম কাটা ছেড়া বা কাটার আঘাতের দাগ ছিলনা।
রাজ্জাক পেশায় রাজমিস্ত্রীরির সহযোগী হিসাবে লেবারের কাজ করেন। এই ঘটনায় এলাকায় ব্যাপক মানুষের মধ্যে এমন অস্বাভাবিক ঘটনার চুল চেরা বিশ্লেষণ ও বিভিন্ন মন্তব্য নিয়ে ব্যাস্ততা দেখা গিয়েছে।
এই ঘটনার সময় বাংলাদেশ সকালের প্রতিনিধি আব্দুর রহমান নিজেই উপস্থিত ছিলেন বলে তিনি মন্তব্য করেন।