পাইকগাছা (খুলনা) সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও খুলনা জেলা নায়েবে আমীর মাওলানা গোলাম সারোয়ার বলেন আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন তিনিই আমাদের বিপদ থেকে উদ্ধার করবেন কোন বিপদই স্থায়ী থাকে না আল্লাহর পরীক্ষা শেষ হলে বিপদ কেটে যায় আল্লাহ তায়ালার কাছে বেশি করে সাহায্য চাইতে হবে দুর্যোগের এই কঠিন পরিস্থিতিতে দুর্গত মানুষের পাশে সহযোগিতা নিয়ে দাঁড়ানোর দায়িত্ব মূলত সরকারের কিন্তু সরকার বরাবরই ব্যর্থতার পরিচয় দিচ্ছে জামায়েত ইসলামী একটি আদর্শিক রাজনৈতিক সংগঠন জনগণের যেকোনো বিপদ আপদে তাদের পাশে থাকার চেষ্টা করছে বাংলাদেশে, ন্যায় ইনসাফের সমাজ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত জামায়াতে ইসলামীর এই প্রয়েস অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
সোমবার বিকেলে খুলনা জেলার পাইকগাছা উপজেলা ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত দেলুটি ইউনিয়নের তেলিখালী ,কালীনগর সৈয়দখালী গ্রামে ৫০ জনের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অর্থ বিতরণ কালে তিনি এসব কথা বলেন
এ সময় জামায়াতে ইসলামীর খুলনা জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, পাইকগাছা উপজেলা আমীর মাওলানা আবু সাঈদ, উপজেলা সেক্রেটারি মোঃ আলতাফ হোসেন, এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা বুলবুল আহমেদ, বাইতুল মাল সম্পাদক মাওলানা আব্দুল খালেক, মোঃ আজিবর রহমান, মোঃ ফিরোজ আহমেদ ,দেলুটি ইউনিয়ন সভাপতি মোঃ মোস্তফা সরদার, সেক্রেটারি মোঃ সেলিম গাজী সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন