আল আমিন (বাবু), লালমনিরহাট॥ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে মহিলা অধিদপ্তরের আওতাধীন ২০২৩-২৪ চক্রের উপকারভোগীদের মাঝে ভিডব্লিউবি কার্ড ও চাল বিতরণের উদ্বোধন করা হয়।
বুধবার(২৯ মার্চ)দুপুরে কাকিনা ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি সচিব সিরাজুল ইসলামের সার্বিক তত্বাবধানে কাকিনা ইউপি চেয়ারম্যান তাহির তাহুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জহির ইমাম বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা আক্তার বানু, উপজেলা সহকারী প্রোগ্রামার আইটি বিভাগ মোস্তফা জব্বার।
এসময় আরো উপস্থিত ছিলেন, ইউপি সদস্য ইয়াকুব আলী, আতাউজ্জামান রঞ্জু, তুহিনুর রহমান তুহিন, শরফ উদ্দিন শরিফ, রশিদুল ইসলাম, আয়নাল হক, শাহাবুদ্দিন, রমজান আলী, ইয়াসিন আলী ও সংরক্ষিত মহিলা সদস্যগণ প্রমুখ।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা আক্তার বানু বলেন, মহিলা অধিদপ্তরের আওতাধীন ২০২৩-২৪ চক্রের নতুন উপকারভোগীদের প্রতি মাসে ২২০ টাকা করে স্ব-স্ব হিসাব নম্বরে জমা রেখে প্রতি জনকে ৩০ কেজির এক বস্তা চাল প্রদান করা হবে। উক্ত উপকারভোগীরা দুই বছর পর তাদের সঞ্চয় হিসাবের সমুদয় টাকা ফেরত পাবে বলেও জানান মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা আক্তার বানু জানান।
উদ্বোধনী দিনে কাকিনা ইউপির ২৫০ জন উপকারভোগীকে গত দু’মাসের ৩০ কেজি করে ৬০ কেজি চাল প্রদান করা হয়।