পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি॥ ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রকল্প রিসিপ্ট টার্মিনাল পরিদর্শন করেছেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী নসরুল হামিদ (এমপি)।
শুক্রবার (১০ মার্চ ) সকাল সাড়ে ১১টায় বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী দিনাজপুরের পার্বতীপুরে নির্মাণাধীন ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রকল্পের রিসিপ্ট টার্মিনালের কার্যক্রম পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের সচিব ডঃ খাইরুজ্জামান মজুমদার,বিপিসি চেয়ারম্যান এবিএম আজাদ,পেট্রো বাংলার চেয়ারম্যান জনেন্দ্রনাথ সরকার,জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব হুমায়ন কবির।
আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক,পুলিশ সুপার,পার্বতীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামাণিক,পার্বতীপুর পৌর মেয়র আমজাদ হোসেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইসমাঈল, সহকারী কমিশনার( ভূমি) মাহমাদুল হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল মোমিনীন মোমিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রুকশানা বারী রুকু, পৌর আওয়ামীলীগ এর সভাপতি মোশারফ হোসেন (সমাজ), মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আসমত আলী, প্রকল্প পরিচালক টিপু সুলতান, পার্বতীপুর পদ্মা অয়েল কোম্পানির ভারপ্রাপ্ত পরিচালক আবু তালেব । যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের কর্মকর্তা আহসান বিন তমাল, মোঃ রজব আলী সরকার সহ-সাধারণ সম্পাদক দিনাজপুর জেলা পেট্রোল পাম্প ও জ্বালানী পরিবেশক মালিক গ্রুপসহ, ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।
উল্লেখ্য, ২০২০ সালের ৩ ডিসেম্বর ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রকল্পের পাইপলাইন স্থাপন কাজের উদ্বোধন করা হয়।পাইপলাইন প্রকল্পের ১৩১ দশমিক ৫ কিলোমিটার পাইপলাইনের মধ্যে বাংলাদেশ অংশে ১২৬ দশমিক ৫ এবং ভারতীয় অংশে ৫ কিলোমিটার।
পাইপলাইনের ব্যাস ১০ ইঞ্চি।পার্বতীপুরে নতুন রিসিপ্ট টার্মিনাল নির্মাণ কাজ চলছে এবং এখানে ৪৮০০ মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন ৬টি ট্যাংক নির্মাণ করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে পার্বতীপুরে জ্বালানি তেলের মজুত ১৫ হাজার মেট্রিক টন থেকে বৃদ্ধি পেয়ে ৪৩ হাজার ৮০০ মেট্রিক টনে উন্নীত হবে।এরফলে উত্তরাঞ্চলে জ্বালানি তেলের সংকট দূর হবে।