ডিমলা (নীলফামারী) প্রতিনিধি॥ জামায়াতে ইসলামীর ভাইয়েরা বাংলাদেশ কে বুনিয়া পাকিস্তান বানাতে চায়। তারা দেশ কে ভিন্ন ধারায় পরিবর্তন করতে মরিয়া হয়ে পরেছে। পাল্লামেন্টে তারাও গিয়েছিল কিন্তু ইমাম-মুয়াজ্জিন, মসজিদ-মাদরাসা নিয়ে কথা বলেনি। এবং কি জিয়াউর রহমান জিয়া , খালেদা জিয়া, এরশাদও ভাবেনি। দেশে মসজিদ মাদরাসা নিয়ে সর্বপ্রথম স্বাধীনতার স্থপতি জাতির পিতা শেখ মুজিবুর রহমান ভেবে ছিলেন।
আজ রবিবার(১২ ফেব্রুয়ারী) ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নে ইমাম-মুয়াজ্জিনদের সাথে মতবিনিময় সভায় প্রধান আলোচকের বক্তব্যে জেলা পরিষদের চেয়ারম্যান এড. মমতাজুল হক এসব কথা বলেন।
টেপাখড়িবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান ময়নুল হকের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন নীলফামারী ১ আসনের সংসদ সদস্য বীরমুক্তযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, এছাড়াও বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য ফেরদৌস পারভেজ, জেলা পরিষদের নারী সদস্য মেহরিন আক্তার পলিন, ডিমলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক মিন্টু।
আলোচনা শেষে টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ব্যক্তিগত অর্থায়ানে ৭০ জন ইমাম-মুয়াজ্জিনের মাঝে চাদর, কম্বল, চাল, ডাল, চিনি,সয়াবিন তেল প্রদান করে। এছাড়াও জেলা পরিষদের আয়োজনে সাত জন বীর মুক্তিযোদ্ধাসহ ৩০৭ জনের মাঝে কম্বল বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, ডিমলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক মিন্টু, নীলফামারী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ সরকার, টেপাখড়িবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, গয়াবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেন সরকারসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আওয়ামীলীগের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।